বার্ধক্যের ভারে ন্যুব্জ চিনে এবার ৩ সন্তানের নীতি
কলকাতা টাইমসঃ
ষাটের দশক থেকে ‘এক সন্তান’ নীতি মেনে আসছে চীন। ২০১৬ সালে তারা সেই নিয়ম কিছুটা শিথিল করে ‘দুই সন্তান’ নীতি গ্রহণ করে। বর্তমানে চীনে সন্তান জন্মের হার তলানিতে। গত বছর ১ কোটি ২০ লক্ষ শিশু জন্মেছিল চীনে। গত প্রায় ৬০ বছরে যা সর্বনিম্ন। জানা যাচ্ছে ক্রমাগত ভয়াবহ আকার নিচ্ছে সেদেশের বৃদ্ধ বৃদ্ধার হার। যাদের দেখভাল করার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টিকে ‘এক সন্তান’ নীতির কুফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
চীনের প্রতি দম্পতিকে এবার তিনটি করে সন্তানের জন্ম দিতেই হবে। অন্যথায় বড় অংকের জরিমানা গুনতে হবে ওই পরিবারকে। আজ শুক্রবার এই মর্মে চীনে নতুন আইন পাস করা হয়েছে বলে জানা যাচ্ছে। তিন সন্তান নীতি প্রণয়নের পাশাপাশি, সন্তানকে লালন পালনের জন্য আর্থিক সাহায্যও করবে চীন সরকার। প্রচুর পরিমানে বাড়িয়ে দেওয়া হয়েছে মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ছুটি। একই সঙ্গে নতুন এই নীতি লংঘনের জন্য অত্যন্ত কড়া অবস্থানের কোথাও ঘোষণা করেছে তারা। নীতি লঙ্ঘনে বড় অঙ্কের জরিমানার কথাও জানিয়েছে চীন।