ট্রাম্পের অভিমান ভাঙ্গাতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈঠকে কিম !
নিউজ ডেস্কঃ
ট্রাম্পের মান ভাঙ্গাতে এবার কি তবে দক্ষিণ কোরিয়ার সাহায্য চাইছেন কিম?কারণ, আচমকাই বৈঠক করলেন দুই কোরিয়ান নেতা। শনিবার এক নিরপেক্ষ জায়গায় বৈঠকে বসে উত্তর ও দক্ষিণ কোরিয়া।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন পানমুনজম গ্রামে কিম জং উনের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। শনিবার প্রায় দুই ঘণ্টা ধরে চলে দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠক। জানা গেছে, বৈঠকের আলোচ্য বিষয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার বৈঠকের অনিশ্চয়তা সম্পর্কিত। কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বৈঠককে সফল করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে তাদের। তবে এই সাক্ষাৎ সম্পর্কে সরকারি ভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে, কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি সিওলের হাত ধরেই কিম-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছিলো। সেখানে হঠাৎ করে বৈঠক বাতিল হওয়ায় তিনটি দেশের সম্পর্কেই প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প বৈঠকটি বাতিল করেন। তবে শনিবার আবার জানান, এখনও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, চাইলে ১২ তারিখই বৈঠক হতে পারে সেই বৈঠক।