গালে আফগান পতাকার ট্যাটু একে ইংল্যান্ডের ২২ গজে রশিদ খান
কলকাতা টাইমসঃ
বর্তমানে আফগানিস্তানের বিস্ময় লেগস্পিনার রশিদ খান ইংল্যান্ডে ‘দ্যা হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলছেন।দিন কয়েক আগেই কাবুলে থাকা নিজের পরিবার নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন রশিদ খান। শান্তি চেয়ে বার্তা দিয়েছিলেন তিনি। দেশে শান্তি ফেরাতে এক টুইট বার্তায় বিশ্বজুড়ে রাষ্ট্র নেতাদের কাছে কাতর আকুতি জানাতে দেখা যায় রশিদ খানকে। জানা যাচ্ছে,গত বুধবার থেকে কাবুলে অনুশীলন শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল।
গতকাল অর্থাৎ শুক্রবার সাউদার্ন ব্রেভের বিরুদ্ধে মাঠে নেমেছিল রশিদ খানের দল ট্রেন্ট রকেটস। হেরে যায় তার দল। ব্যাটে-বলে চূড়ান্ত ব্যর্থ হন রশিদ। ১৫ বলে ২৬ রান দিয়ে একটিও উইকেট পাননি তিনি। মাত্র ৯ বল খেলে ২ রান উঠে আসে তার ব্যাটে। আফগানিস্তানের পতাকা মুখে এঁকে মাঠে নামা এই আফগান আইকনই ছিলেন আজ আলোচনার শীর্ষে। ঘন ঘন রশিদের মুখের ছবিটাই তুলে ধরা হচ্ছিল টেলিভিশনের পর্দায়।