September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এই বিরল বৃষ্টিতে কয়েকটি দেশ তলিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

রিবর্তনের প্রভাবে চীনে সর্বোচ্চ বৃষ্টিপাত ও বন্যা, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কয়েকটি দেশে ভয়ানক দাবানল ও তাপপ্রবাহের পর আরও এক রেকর্ড।

সারা বছর বরফে ঢেকে থাকা গ্রিনল্যান্ডে বিরল বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে চলতি মাসেই। তবে কি দেশটিতে আশঙ্কাজনকভাবে গলতে থাকা বরফে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে কয়েকটি দেশ তলিয়ে যাওয়ার বিজ্ঞানীদের পূর্বাভাসকেই সত্যি করতে যাচ্ছে!

সারা বছর বরফে ঢেকে থাকা গ্রিনল্যান্ডে ফ্রিজিং টেম্পারেচারের বেশি তাপমাত্রাই উঠে খুব কম। সেখানেই এখন বৃষ্টিপাতের এক বিরল রেকর্ড হয়েছে। গড় তাপমাত্রার চেয়ে কয়েকগুন বেড়ে যাওয়ায় এই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো এন্ড আইস ডাটা সেন্টারের বিজ্ঞানীরা।গত সপ্তাহে টানা তিনদিনের বৃষ্টিপাতে প্রায় ৭শ কোটি টন পানি ঝরেছে বরফের উপর। ১৯৫০ সাল থেকে দেশটির আবহাওয়ার তথ্য রেকর্ড শুরুর পর  এটিই প্রথম বৃষ্টি হওয়ার ঘটনা। অস্বাভাবিক বৃষ্টিপাতে এটাই প্রমাণ হয় যে, গ্রিনল্যান্ডের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। এর আগে গত জুলাইয়ে ডেনমার্কের এক বিজ্ঞানী জানিয়েছিলেন, দেশটিতে প্রতিদিন ৮শ কোটি টন বরফ গলে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো এন্ড আইস ডাটা সেন্টারের বিজ্ঞানী ওয়াল্ট মেয়ার বলেন, ‘বৃষ্টিপাতের এধরনের ঘটনা এখানে আগে কখনো ঘটেনি। অন্যান্য জায়গায় ১ ডিগ্রি তাপমাত্রা বাড়লে কারও চোখেও পড়বে না। এখানে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ভয়ানক কিছুর পূর্বাভাস দেয়। হয়তো সামনে আরও বড় তাপপ্রবাহ, দাবানলের মতো কোন দুর্যোগ অপেক্ষা করছে।

জানুয়ারিতে এক গবেষণায় বলা হয়, এই হারে দেশটির বরফ গলতে থাকলে ২১শ সাল নাগাদ বিশ্বে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১৮ সেন্টিমিটার বাড়বে। কয়েকটি দেশ তলিয়ে যাওয়ার জন্য যা যথেষ্ঠ।

Related Posts

Leave a Reply