November 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কান্দাহারের দুর্গম মরু প্রান্তে রোমহর্ষক সেনা উদ্ধারের কাহিনী ব্রিটিশ বায়ুসেনার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কান্দাহারের দুর্গম মরু প্রান্তে আর এঁটে উঠতে পারছিলেন না ব্রিটিশ সেনারা। ততক্ষনে এই অঞ্চলের দখল নিয়েছে বিপুল পরিমান তালেবান যোদ্ধা। গত বুধবার আটকে পড়া ব্রিটিশ সেনাদের উদ্ধারে ঘটে গেলো এক রোমহর্ষক ঘটনা। অবশেষে নিরাপদে দেশে ফিরতে সক্ষম হলেন ২০ জন ব্রিটিশ সেনা।

জানা যাচ্ছে, ক্রমাগত স্থান পরিবর্তন করে একটি গোপন আস্তানায় গত ১৩ আগস্ট থেকে টানা পাঁচ দিন কোনো রকমে বেঁচেছিলেন তারা। সেই সময়ে কাবুল থেকে ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতেই কার্যত ব্যস্ত ছিল সে দেশের বিমান বাহিনী। পরিস্থিতি বেগতিক বুঝে রাতের অন্ধকারে তাঁদের উদ্ধার অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় রয়্যাল এয়ার ফোর্সের ‘হারকিউলিস’ নামের এক অভিজ্ঞ সামরিক বিমান। সূত্রের খবর, বিমানের সমস্ত রেডার সেন্সর বন্ধ করে হলিউডি ছবির কায়দায় কান্দাহারের মরুভূমিতে অবতরণ করেছিল হারকিউলিস।

Related Posts

Leave a Reply