৫ হাজার ফিল্টার সম্বলিত একটি ‘স্মগ টাওয়ার’ আপাতত দিল্লির রক্ষাকর্তা
কলকাতা টাইমসঃ ৫
হাজার ফিল্টার সম্বলিত একটি ‘স্মগ টাওয়ার’ আপাতত দিল্লির রক্ষাকর্তা। যদিও একটি মাত্র টাওয়ার কতটা তার ভূমিকা পালন করতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিশেষজ্ঞরা। কারণ গোটা দিল্লি রাজ্যের জন্য এরকম অন্তত ২১৩ টি টাওয়ারের প্রয়োজন বলে জানা যাচ্ছে। বায়ু দূষণে নাজেহাল দিল্লির এই প্রত্যেকটা টাওয়ারে থাকবে ৪০ টি করে পাখা। গতকাল প্রথম টাওয়ারটির উদ্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এই অভিনব টাওয়ারটি তৈরী করেছেন মিনোসোটা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। এই স্মগ টাওয়ারের কাজ হবে বায়ুমণ্ডল থেকে দূষিত বাতাস শুষে নিয়ে বিশুদ্ধ বাতাস ছড়িয়ে দেওয়া। আপাতত পরীক্ষামূলক হিসেবেই এই টাওয়ারটি বসানো হয়েছে। রেজাল্ট পজিটিভ হলে দ্রুত রাজ্যজুড়ে এই টাওয়ার বসানোর পরিকল্পনা নিয়েছে কেজরিওয়াল সরকার।