বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর কাবুলে অবস্থিত
কলকাতা টাইমসঃ
বর্তমানে বিশ্বের দ্রুত এবং ব্যস্ততম বিমানবন্দর হলো কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। আফগানিস্তান ছেড়ে যাওয়ার অপেক্ষায় এই মিমানবন্দরের বাইরেই প্রায় ৫০ হাজার মানুষের ভিড়। ভিতরে রয়েছে আরও বেশ কয়েক হাজার। প্রবল জনচাপে এখন প্রায় প্রতি আধ ঘন্টায় একটি করে বিমান উড়াল দিচ্ছে কাবুল বিমানবন্দর থেকে।
আমেরিকা সহ বিভিন্ন দেশের বিমান বর্তমানে দেশ এবং বিদেশের মানুষদের উদ্ধারকাজে ব্যস্ত। যার ফলে এখন নিশ্বাস ফেলারও সময় পাচ্ছেন না এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীরা। যদিও কাবুল বিমান বন্দর বর্তমানে মার্কিন সেনাবাহিনীর দখলে। তাদের সঙ্গ দিচ্ছে ব্রিটেন এবং তুরস্কেরও বেশ কিছু সেনা। জানা যাচ্ছে, কেবল মাত্র গত মঙ্গলবার মাত্র এক দিনে কাবুল বিমান বন্দর থেকে অন্যত্র পারি দিয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ।