শুধু কাবুল বিমানবন্দর থেকে এক দিনে দেশ ছাড়লেন ১৯ হাজার মানুষ !
কলকাতা টাইমসঃ
প্রতি আধ ঘন্টায় ১টি করে বিমান কাবুল ছাড়ছে বিভিন্ন দেশের মানুষকে প্রাণে বাঁচিয়ে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে। পরিসংখ্যান বলছে, শুধু গত মঙ্গলবার দিনই প্রতি ৩৯ মিনিটে একটি করে বিমান হামিদ কারজাই বিমানবন্দর ছেড়েছে। শুধু ওই দিন প্রায় ১৯ হাজার মানুষ আফগানিস্তান ছেড়েছেন।
এই মুহূর্তে আফগানিস্তান ছেড়ে যাওয়ার অপেক্ষায় এই মিমানবন্দরের বাইরেই প্রায় ৫০ হাজার মানুষের ভিড়। ভিতরে রয়েছে আরও বেশ কয়েক হাজার। প্রবল জনচাপে এখন প্রায় প্রতি আধ ঘন্টায় একটি করে বিমান উড়াল দিচ্ছে কাবুল বিমানবন্দর থেকে। আমেরিকা সহ বিভিন্ন দেশের বিমান বর্তমানে দেশ এবং বিদেশের মানুষদের উদ্ধারকাজে ব্যস্ত। যার ফলে এখন নিশ্বাস ফেলারও সময় পাচ্ছেন না এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীরা। যদিও কাবুল বিমান বন্দর বর্তমানে মার্কিন সেনাবাহিনীর দখলে।