November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

‘সিআর-সেভেন’, এই ব্র্যান্ড নেম কি অক্ষত থাকছে ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

‘সিআর-সেভেন’ এটাই দীর্ঘদিনের ব্র্যান্ড নেম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নতুন দলে তার জার্সি নম্বর কত হতে চলেছে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন ফুটবলপ্রেমীদের কাছে।

জানা যাচ্ছে, ২০০৩ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি রোনাল্ডোর জন্য বরাদ্দ করেছিলেন তৎকালীন কোচ অ্যালেক্স ফার্গুসন। সেই জার্সি গায়েই ২৯২ ম্যাচে ১১৮ গোল করেন তিনি। এই জার্সি গায়েই এক সময় ওল্ডট্রাফোর্ডের মাঠ কাঁপিয়েছিলেন ডেভিড বেকহ্যাম, জর্জ বেস্ট, ডেনিস ল, এরিক কান্তনা ও ব্রায়ান রবসনের মতো ফুটবলাররা। তাই সিআর সেভেনকে সেই জার্সিতেই মাঠে দেখতে পাওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি।

ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝে ১২ বছরের ব্যবধান। ১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি জুভেন্টাস থেকে তাঁকে ফিরিয়ে আনছে ম্যানইউ। প্রসঙ্গত, ২০০৯ সালে ম্যানচেস্টার ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান তিনি। ২০১৮ সালে মাদ্রিদকে বিদায় জানিয়ে বেছে নেন ইতালিয়ান দল জুভেন্টাসে। সেখানে মন টেকেনি সিআরসেভেনের। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড আবারো আবারও ফিরে এলেন লাল দুর্গে।

Related Posts

Leave a Reply