বহু মার্কিন নাগরিককে আফগানিস্তানে ফেলে রেখে  কার্যত পালিয়ে আসে মার্কিন সেনা! – KolkataTimes
May 13, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বহু মার্কিন নাগরিককে আফগানিস্তানে ফেলে রেখে  কার্যত পালিয়ে আসে মার্কিন সেনা!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কেবলমাত্র কাবুলেই প্রায় ২০০ মার্কিন নাগরিককে ফেলে কার্যত পালিয়ে গিয়েছে আমেরিকান সেনা। গোটা আফগানিস্তানজুড়ে এই সংখ্যাটা বেশ কয়েকশো। দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে সপে দিয়ে সোমবার গভীর রাতে আমেরিকার শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানজুড়ে রীতিমতন স্বাধীনতা দিবস  পালন করে তালেবানরা। 

জানা যাচ্ছে, মার্কিন সামরিক বাহিনী আফগান ভূখণ্ড ছাড়লেও কাবুলে এই মুহূর্তে দেশ ছাড়ার অপেখ্যায় প্রায় ২০০ মার্কিন নাগরিক। এছাড়াও দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার আফগান নাগরিককেও ফেলে রেখে গিয়েছে মার্কিন সেনা। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, আফগানিস্তানে আটকে থাকা মার্কিন নাগরিক এবং ইচ্ছুক আফগানদের বের করে আনতে চেষ্টা চালিয়ে যাবে ওয়াশিংটন।

Related Posts

Leave a Reply