ভোট পরবর্তী হিংসা: সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার
কলকাতা টাইমসঃ
ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। জানা যাচ্ছে আজই এই মর্মে একটি মামলা দাখিল করা হয় রাজ্য সরকারের তরফে। তাদের দাবি এই তদন্ত রাজনৈতিক উদ্যেশ্য প্রনোদিত এবং রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতেই সিবিআইকে দিয়ে এই তদন্ত করা হচ্ছে। যদিও হাইকোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ কী ভাবে ‘উদেশ্য প্রনোদিত’ হয় তার কোনো জবাব নেই তৃণমূল নেতৃত্বের কাছে।
প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের ৫ সদস্যের এক কমিটির অভূতপূর্ব রায়ের পরিপেক্ষিতে কিছুদিন আগেই তদন্তে নামে সিবিআই। একই সঙ্গে রাজ্য সরকারকে সিট্ গঠন করে পৃথক এক তদন্তের নির্দেশ দেয় আদালত। যদিও এখনো সিট্ গঠন না করার জন্য আদালতের রক্ত চক্ষুর নিশানায় রয়েছে সরকার। ঠিক এই পরিস্থিতিতেই কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে চেলেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো রাজ্য।