অভিনব ‘করোনা পাসপোর্ট’ চালু করার পথে ব্রিটেন
কলকাতা টাইমসঃ
ব্রিটেনের সরকার নিজের দেশের মানুষদের জন্য ‘করোনা পাসপোর্ট’ চালু করার উদ্যোগ নিয়েছে। দেশের যে কোনো প্রান্তে কোনো ইনডোর প্রোগ্রাম, তথা নাইট ক্লাব থেকে শুরু করে ইনডোর গেমস, সেখানে উপস্থিত থাকতে প্রয়োজন হবে এই পাসপোর্ট। প্রসঙ্গত এই সেপ্টেম্বর মাসেই ব্রিটেনে ১৮ উর্ধদের টিকা প্রদান শেষ হওয়ার কথা। এরপর থেকেই নাইট ক্লাব সহ সমস্ত ইনডোর প্রোগ্রামে উপস্থিত থাকতে হলে দেখাতে হবে করোনা পাসপোর্ট।
উক্ত প্রতিষ্ঠানগুলির তরফ থেকে এই উদ্যোগের তীব্র সমালোচনা করা হলেও এই পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে নারাজ সেদেশের ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী নাদিম জাহাবি। তার মতে, দেশের অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য এটাই একমাত্র উপায়। তিনি আরও বলেন, যেকোনো বদ্ধ জায়গায় করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কা বেশি থাকে। সুতরাং, সেরা উপায় করোনা পাসপোর্ট ব্যবস্থা চালু করা।