এবার কী নিজেই অধিনায়কত্ব ছেড়ে দিতে চলেছেন বিরাট কোহলি !
কলকাতা টাইমসঃ
বেশকিছুদিন ধরেই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘরে বাইরে সমালোচনার মুখে এবার কী নিজেই নেতৃত্ব ছেড়ে দিতে চলেছেন বিরাট কোহলি? সূত্রের খবর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন কোহলি।
বিশেষজ্ঞদের মতে, কোহলি অধিনায়কত্ব ছেড়ে চাপমুক্ত হলে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। জানা যাচ্ছে, আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে আর অধিনায়কত্ব করবেন না কোহলি। তার এ সিদ্ধান্ত একরকম চূড়ান্ত। বিশ্বকাপপরবর্তী ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে।