‘তেনাদের’ ভয়ে গোটা গ্রাম একতলাতেই কাবু
কলকাতা টাইমস :
নাহ! এটা কয়েক যুগ আগের কথা নয়। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগেই এমন কাণ্ডের খোঁজ মিলেছে। গোটা একটা গ্রামে শুধু একতলা বাড়ি। কারণটাও অদ্ভুত। নিছকই ভুতের ভয়। পশ্চিমবঙ্গের বীরভূমের মহম্মদবাজারের মনিহারিপাড়া গ্রামেই এমন অদ্ভুত কাণ্ড ঘটেছে।
আরও পড়ুন ; দাদু থেকে নাতনি, এই পরিবারের ১৪ জনের নিপুণতায় চোখ চড়কগাছ!
গ্রামবাসীর দাবি, গ্রামে কেউ দোতলা বাড়ি করলেই তার জীবনে নেমে আসে বড়সড় বিপদ। ভৌতিক আতঙ্কে গোটা গ্রামের সব বাড়িই একতলা। কুসংস্কারও উড়িয়ে দিচ্ছেন না গ্রামের প্রবীণরা। এলাকার পূর্বপুরুষদের শ্রদ্ধা ও সম্মান দেওয়ার জন্যই নাকি গ্রামে গড়ে ওঠেনি কোনো দোতলা বাড়ি। পূর্ব পুরুষদের কবর থাকার কারণে নাকি দোতলা বাড়ি বানানো নিষেধ।
স্থানীয়দের দাবি, যারাই নাকি দোতলা বাড়ি বানিয়ে থাকার চেষ্টা করেছেন, তারাই বড়সড় বিপদে পড়েছেন। কী সেই বিপদ? বাড়ি দোতলা হলেই নাকি প্রেতাত্মারা আড্ডা জমায় সেখানে।
কুসংস্কার ও ভৌতিক আতঙ্ক মিলেমিশে এই এক আজব গাঁয়ের আজব কথা। একুশ শতকে বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতার এই সময়েও এমন গ্রামের সন্ধান পাওয়া গেল।