হঠাৎ ব্যাংকে লাখপতি, উড়িয়ে হাজতে
একপর্যায়ে তার মনে হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রঞ্জিত দাস মনে মনে ভাবেন, প্রধানমন্ত্রী হয়তো কিস্তিতে তাকে টাকা দিচ্ছেন।
সে কারণে মনের সুখে টাকা খরচ করতে থাকেন তিনি। একপর্যায়ে পুরো টাকা খরচ করে ফেলেন রঞ্জিত। কিন্তু মূল ঘটনা একেবারেই আলাদা।
জানা গেছে, খাগাড়িয়ার গ্রামীণ ব্যাংকের একজন কর্মীর ভুলে এ ঘটনা ঘটেছে। বেশ কয়েক দিন পর হিসাব মেলাতে গিয়ে বিষয়টি নজরে আসে তার।
এরপর টাকা ফেরত চেয়ে রঞ্জিতকে একের পর এক নোটিশ পাঠানো হয়। তবে সেই নোটিশে পাত্তা দেননি রঞ্জিত। তিনি সাফ জানিয়ে দেন- ওই টাকা খরচ করে ফেলেছি।
শেষ পর্যন্ত থানায় রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গ্রামীণ ব্যাংক। পরে রঞ্জিতকে আটক করা হয়। তিনি পুলিশকে বলেন, আমি ভেবেছি মোদিজি যে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সাড়ে পাঁচ লাখ টাকা তার প্রথম কিস্তি।