পাকিস্তানে ওত্বাবধায়ক সরকারের প্রধান হলেন প্রাক্তন প্রধান বিচারপতি নাসিরুল মুলক
নিউজ ডেস্কঃ
পাকিস্তানে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা করা হলো। পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি নাসিরুল মুলক-কে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে সোমবার ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে আজ সোমবার ইসলামাবাদে বৈঠক করেন বিরোধী দলের নেতা খুরশীদ শাহ। বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিচারপতি নাসিরুল মুলকের নাম ঘোষণা করা হয়। এই বিষয়ে প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেন, আমরা বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে এমন একজনকে বেছে নিতে চেয়েছি যার নামে কোনো অভিযোগ নেই।