November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular অন-এ-প্লেট রোজনামচা

অ্যালকোহলের বাজারে পা রাখলো কোকাকোলা ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহল মিশ্রিত পানীয় বাজারে নিয়ে এলো মার্কিন কোম্পানি কোকাকোলা। সোমবার থেকে জাপানের বাজারে বিক্রির জন্য এই পানীয় ছাড়া হয়েছে।

জাপানের ঠান্ডা পানীয়ের বাজারে বড় নাম কোকাকোলা। তারা সেদেশের বাজারে পরীক্ষামূলকভাবে তাদের লেবু ফ্লেবার যুক্ত চুহাই জাতীয় পানীয় ‘লেমন ডু’ ছেড়েছে। লেবুর ফ্লেবার যুক্ত পানীয়টিতে ৩ শতাংশ, ৫ শতাংশ ও ৭ শতাংশ অ্যালকোহল মিশ্রিত অবস্থায় পাওয়া যাবে। এতে কোনো কোক যুক্ত থাকবে না।

পরীক্ষামূলকভাবে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে পানীয়টি ছেড়েছে কোকাকোলা। জাপানের বাকি অংশে ও অন্যান্য দেশে পানীয়টি ছাড়ার কোনো পরিকল্পনা এখনও ঠিক হয়নি বলে খবর।  ৩৫০ মিলিলিটারের একটি ক্যানের মূল্য ধরা হয়েছে ১৫০ ইয়েন।

জাপানে অনেকদিন ধরেই চুহাই নামে পরিচিত ক্যানজাত পানীয় জনপ্রিয়। জাপানের বাজারে বেশ কয়েকটি কোম্পানির একই ধরনের পণ্য আছে। মূলত সুপার মার্কেটের তাকগুলো ওইসব কোম্পানির পানীয়গুলোর দখলেই আছে। ফলে প্রতিযোগিতার বাজারে নতুন পানীয় আপাতত জনপ্রিয় করার চেষ্টা করছে কোকাকোলা।

 

Related Posts

Leave a Reply