আগের বিশ্বকাপের আক্ষেপ ঘোচাতে চান মেসি
নিউজ ডেস্কঃ
গত বিশ্বকাপে শিরোপার একদম কাছে গিয়েও খালি হাতে ফেরেন লিওনেল মেসি। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। যেকোনো মূল্যে অধরা বিশ্বকাপ জিততে চান মেসি। এর জন্য বার্সেলোনা ক্যারিয়ারের যেকোনো শিরোপা ছেড়ে দিতেও রাজি আর্জেন্টাইন অধিনায়ক। বুয়েন্স আয়ার্সে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘জাতীয় দলের হয়ে একটি শিরোপা জিততে আমি বার্সেলোনার যেকোনো শিরোপা ছেড়ে দিতে রাজি আছি। আর্জেন্টিনার জার্সিতে শিরোপা জয় আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘আমাদের স্বপ্ন দেখার মতো খেলোয়াড় রয়েছে। এই দলটার প্রতি আমার সেই আস্থা আছে। আত্মবিশ্বাসের জন্য জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গ্রুপটা মোটেও সহজ নয়। কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। অনুশীলন ভালোভাবেই চলছে। বিশ্বকাপে একটা বার্তা দিতে হবে যে আমরা বিশ্বসেরা হতে পারি।’ আগামী ১৬ই জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে মেসির আর্জেন্টিনা।