শুধুমাত্র মাত্রাছাড়া ওষুধ ব্যবহারের বলি ৮০,০০০ !
বিশ্লেষকেরা বলছেন, মৃতের সংখ্যা বৃদ্ধির বড় দুটি কারণ রয়েছে। প্রথমত, ব্যথানাশক হিসেবে অতিরিক্ত অপিয়য়েড ব্যবহার। তথ্য বলছে ৪২,০০০ মানুষের মৃত্যু হয়েছে অপিয়য়েড জাতীয় পেইনকিলারের মাত্রাছাড়া ব্যবহারে। আর দ্বিতীয়ত, ডাক্তার না দেখিয়েই বিভিন্য ক্ষতিকর ওষুধ গ্রহণের দিকে ক্রমেই আগ্রহী হয়ে উঠছে আমেরিকান নাগরিকরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ডান চিকারোনে বলেন, ‘জিকা ভাইরাসের মহামারি আকার ধারণ করার পর যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই তুলনায় ড্রাগস মহামারি প্রতিরোধে পদক্ষেপ খুব ক্ষীণ।’