এই প্রথম পাগড়ি পরিহিত ভারতীয় বংশোদ্ভূত যুবক মার্কিন সেনাবাহিনীতে
কলকাতা টাইমসঃ
মার্কিন নৌবাহিনীর ইতিহাসে এই প্রথম পাগড়ি পড়েই কাজে যোগ দেবেন কোনো সেনা। ২৪৬ বছরে এই প্রথম কোনো ব্যক্তিকে এই অনুমতি দেওয়া হলো। ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছর বয়সী এক শিখ মার্কিন সেনা অফিসার ফার্স্ট লেফটেন্যান্ট সুখবীর তুর এখন থেকে পাগড়ি মাথায় দিয়েই কাজে যোগ দিতে পারবেন।
এতদিন মার্কিন সেনাবাহিনীর পরিষ্কার নির্দেশ, এক ধরনের পোশাক পরেই সমস্ত সেনার মধ্যে সাম্য ও ঐক্যের বোধ তৈরি হয়। গত পাঁচ বছর তাই পাগড়ি ছাড়াই ইউনিফর্ম পরতে বাধ্য হতেন সুখবীর। এবার তাকে অনুমতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে তিনি পাগড়ি পরেই কাজে যোগদিতে পারছেন।
সুখবীর বলেন, “শেষ পর্যন্ত আমাকে আমার দেশ এবং আমার ধর্মবোধের প্রতি আমাকে সৎ থাকতে দেওয়া হল।” ভারতীয় বংশোদ্ভূত সুখবীর মার্কিন মুলুকেই বড় হয়েছেন। ধর্মীয় প্রতীক বহন করায় তিনি অভ্যস্ত। কিন্তু ইউনিফর্ম সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে তাঁকে পাগড়ি পড়ার অনুমতি দেওয়া হয়নি। এর পরই সুখবীর আদালতের দ্বারস্থ হন। সুখবীর জানান, “আমরা অনেকটা পথ এসেছি। তবে এখনও অনেকটা পথ যাওয়া বাকি।