এই ৬ কারণেই পথে বসতে পারেন আপনি
১) টাকা এক জায়গায় জমানোর কারণে ও পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও বিয়ে করে বসলে এবং বিয়েতে প্রয়োজনের তুলনায় বেশি টাকা খরচ করলে।
২) প্রথম পিতামাতা হবার পর মাত্রা অতিরিক্ত খরচের ফলে।
৩) আপনার অবসরের পর অবসর প্রাপ্ত ভাতা আপনার ছেলে মেয়েদের পড়াশুনার কাজে লাগিয়ে ফেলা ও লাভের আশায় ভূল যায়গায় টাকা ঢাললে।
৪) বিমা করতে অনাগ্রহী হলে। দীর্ঘমেয়াদী অক্ষমতা বিমা না থাকলে।
৫) উচ্চ শিক্ষা করতে গিয়ে ভুল বিষয় নির্বাচন করলে। যে বিষয়টি আপনার জন্য প্রযোজ্য নয়।
৬) ভবিষ্যতের কথা চিন্তা না করে অর্থ না জমিয়ে অতিরিক্ত খরচ ও মিতব্যয়ী হলে।