September 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

হাড়িই যখন বিয়ের একমাত্র ভরসা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা। ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে কয়েকটি জেলা। এরমধ্যে এক ব্যতিক্রমধর্মী বিয়ের উদ্যোগ নিলো স্থানীয় এক দম্পতি। বন্যার জলের কারণে চারিদিক প্লাবিত হওয়ায় রান্নার পাত্রে বসে মণ্ডপে পৌঁছলেন বর কনে। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

কোমর পর্যন্ত জলের মধ্যেও বিয়ের সিদ্ধান্তের অনড় থাকল বর কনে। স্থানীয় একটি মন্দির থেকে প্রথমে রান্নার একটি বড় পাত্র ধার করে তারা। এরপর দুইজনকে এই রান্নার পাত্র ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, কোমর পর্যন্ত জলে গাড়ি চলছে না। তারমধ্যে ভাসতে ভাসতে বিয়ের মণ্ডপে পৌঁছায় বর-কনে। আর এই বৈরি আবহাওয়ার কারণ সীমিত সংখ্যক মানুষ উপস্থিত হতে পেরেছিলেন তাদের বিয়েতে। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে কনে বলেন, ‘এমন বিয়ের কথা আমরা কখনো কল্পনা করিনি।’

কেরালায় এবারের বন্যায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে। এর আগে ২০১৮ সালের বন্যায় প্রায় ৫শ মানুষের প্রাণহানি ঘটে।

Related Posts

Leave a Reply