September 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

শিশুর নাম বেনিতো মুসোলিনি রাখায় মা-বাবাকে তলব তালেব করলো আদালত

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ 

শিশুটির পিতামহদেরও একজনের এই নাম ছিল। পূর্বপুরুষদের নাম রাখার বেশ প্রচলন রয়েছে ইতালিতে। সমস্যা হচ্ছে মুসোলিনি তাদের পারিবারিক নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির ফ্যাসিবাদী একনায়ক বেনিতো মুসোলিনির সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই।

ইতালির গণমাধ্যম ডেইলি গ্যাজেট্টা ডি পারমা জানায়, দেশটির উত্তরাঞ্চলের শহর জিনাও’-এর এক আদালত অস্বাভাবিক নাম রাখার বিষয়টি গোচরে আনে। শিশুটির ভবিষ্যতে কল্যাণের কথা ভেবেই আদালত এই পদক্ষেপ নিয়েছে বলে খবরে বলা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক ছিলেন বেনিতো মুসোলিনি। তিনি ১৯২২ সাল থেকে ১৯৪৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পুর্ব পর্যন্ত সমগ্র রাষ্ট্রের ক্ষমতাধর ছিলেন। মুসোলিনি তার চরমপন্থী, কর্তৃত্বপরায়ণ রাজনৈতিক মতাদর্শের কারণে ইতালিতে চরম বিতর্কিত এক চরিত্র।

মুসোলিনি দ্বিতীয় মহাযুদ্ধকালে জার্মান একনায়ক এডলফ হিটলারের একান্ত বন্ধুতে পরিণত হন আর তাকে প্রভাবিত করেন। মুসোলিনি ১৯৪০ সালে অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় মহাযুদ্ধে যোগদান করেন। তিন বছর পর মিত্রবাহিনী ইতালি আক্রমণ করে। ১৯৪৫ সালে সুইজারল্যান্ডে পালাবার সময় তিনি কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পরেন এবং পরে তাকে হত্যা করা হয়।

Related Posts

Leave a Reply