প্রবল খাদ্য সংকটে উত্তর কোরিয়া: আগামী ৪ বছর পরিস্থিতি আরও ভয়াবহ হবে
কলকাতা টাইমসঃ
প্রবল খাদ্য সংকটে উত্তর কোরিয়া। এই সংকট আগামী ২০২৫ সাল পর্যন্ত চলবে বলে আশংকা প্রকাশ করছেন বিশেষজ্ঞমহল। দেশের জনগণের প্রতি কিম জং উনের বার্তা ‘কম খান’। সংকট এতটাই প্রবল আকার নিয়েছে যে দেশের বাসিন্দাদের একটা অংশ মনে করছে, আগামী শীত পর্যন্ত তারা বেঁচে থাকতে পারবেন কিনা জানেননা।
প্রসঙ্গত, করোনার প্রকোপ শুরু হতেই চীনের সাথে উত্তর কোরিয়ার সীমান্ত বন্ধ। যার ফলে চীনের সাথে বাণিজ্য আপাতত বন্ধ। এরই মধ্যে ভয়াবহ বন্যা উত্তর কোরিয়ার কৃষিকাজ বিপর্যস্ত। যা আগামী কয়েকবছরে সামলে ওঠা দুস্কর। যার ফলস্বরূপ ইতিমধ্যেই অনাহারে মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করেছে সেদেশে।