এখানকার মত রাত ১০ টায় সূর্য ডুবতে শুরু করে কি হবে বলুন তো !
দেশটির প্রধান শহর ও ছুটির রিসোর্টের বেশ কয়েকটি মধ্যাহ্ন বিরতির সময় খোলা থাকে, যেন পর্যটকদের উপযোগী হয়।
না সঠিক সময়ের পেছনে থাকায় গালিসিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে শীতকালে সকাল ৯টা পর্যন্ত সূর্য ওঠে না। ৬০ মিনিট পরে সূর্য দেখা যাওয়ার মানে এই যে, বাসিন্দারা অন্ধকারেই তাদের দিন শুরু করছেন। গ্রীষ্মে সন্ধ্যার পরিবর্তে রাত দশটায় সূর্যাস্তের কারণে সময়ের পার্থক্যের ফলাফল নানা বিড়ম্বনা ডেকে আনে।
২০০৬ সাল থেকে সঠিক সময় জোন জিএমটিতে ফিরে আসতে প্রচারণা চালাচ্ছে স্প্যানিশ প্রশিক্ষণ সংস্থার জাতীয় কমিশন। এর সভাপতি হোসে লুইস ক্যাসোরো বলেন, ‘স্পেনের সময় সূর্যের সঙ্গে সম্পর্কিত নয়। বিষয়টি স্বাস্থ্য, বিশেষ করে ঘুমের জন্যও উপযোগী নয়’।
‘যদি আমরা সময় অঞ্চল পরিবর্তন করি, সূর্য এক ঘণ্টা আগে উঠবে এবং আমরা স্বাভাবিকভাবেই জেগে যাবো। খাবারের সময় এক ঘণ্টা আগে হবে এবং আমরা অতিরিক্ত এক ঘন্টা ঘুমাতে পারবো। মধ্যাহ্নকালীন বিশ্রামের জন্যও কম সময়ের প্রয়োজন হবে’।
গবেষণা সংস্থা সিম্পল লোগিকার গত বছরের জানুয়ারিতে করা এক গবেষণায় দেখা গেছে যে, ১৮ শতাংশেরও কম স্প্যানিশ কর্মস্থলে নিয়মিত থাকেন। প্রায় ৬০ শতাংশই সকালের নাস্তা গ্রহণ করেন না।
ক্যাসোরো বলেন, ‘আমরা অবশ্যই স্পেন থেকে সিইটিকে বহিষ্কার করবো। কারণ, এটি বাস্তবতার সঙ্গে মানানসই নয়’।