November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ওপার বাংলা বিনোদন

উৎসবের সময় বাংলাদেশে ভারতীয় সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করা হলো !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ঈদ, পুজো কিংবা অন্যান্য উৎসবে ভারতীয় এবং পাকিস্তানি কোনো সিনেমা বাংলাদেশে দেখানো যাবে না। তবে সরকারি নীতি মেনে তৈরী করা যৌথ প্রযোজনার ছবি উৎসবের সময় দেখানো যেতে পারে। পাশাপাশি হলিউড ছবি দেখানোতে কোনো বাধা নেই।

আজ বুধবার বাংলাদেশের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এক ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। যার ফলে আগামী ঈদে টলিউডের ‘ভাইজান এলো রে’ এবং ‘সুলতান’ নামের ছবি দুটির বাংলাদেশে মুক্তি পাওয়া পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে গত ১০ মে নিপা এন্টারপ্রাইজের মালিক সেলিনা বেগমের করা এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল-আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেন। এরপর ওই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ডিভিশন বেঞ্চে রিট পিটিশন দাখিল করেন। সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্টের আদেশ কিছুটা সংশোধন করে সুপ্রিম কোর্ট এই আদেশ দেন।

Related Posts

Leave a Reply