ফেসবুক আসক্তি কাটাতে থাপ্পড় মারার জন্য কর্মী নিয়োগ !
কলকাতা টাইমসঃ
কাজের সময় ফেসবুক আসক্তি কাটাতে থাপ্পড় মারার জন্য কর্মী নিয়োগ! এমনই বিচিত্র কান্ড ঘটালেন ভারতীয় বংশোদ্ভূত তথ্যপ্রযুক্তি কর্তা মণীশ শেঠি। জানা যাচ্ছে, তিনি উপলব্ধি করেন, ফেসবুকে অতিরিক্ত সময় কাটানোয় তার কাজের গতি কমে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে উপায় খুঁজছিলেন মণীশ।
ফেসবুকে মণীশ লেখেন, ‘ক্রেগসলিস্ট থেকে এক মহিলাকে ভাড়া করেছি। যত বার আমি ফেসবুক ব্যবহার করব, তত বার সে আমাকে থাপ্পড় মেরে সচেতন করবেন। এতে কাজের গতি বাড়বে। ফেসবুকের আসক্তিও কমবে। মণীশ আরও জানিয়েছেন, থাপ্পড় মারার জন্য ওই মহিলাকে ঘণ্টায় ৮ ডলারকরে দেওয়া হয়। ফলস্বরূপ কয়েক দিনের মধ্যেই তার কাজ রকেটের গতিতে এগিয়েছে।