এফবিআই সার্ভার থেকেই এক লাখকে আতংক
কলকাতা টাইমস :
মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর সার্ভার থেকে অন্তত এক লাভ ভুয়া ই-মেইল পাঠিয়েছে হ্যাকাররা। স্থানীয় সময় শনিবার হ্যাকাররা এটি করেছে বলে জানিয়েছে থ্রেট ট্র্যাকিং সার্ভিস। খবর গ্লোবাল নিউজের।
শনিবারই এফবিআই এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করে জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা কাজ করছে। শনিবার সকালে এটি জানতে পারে এফবিআই এবং সিআইএ। @ic.fbi.gov নামক ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ভুয়া মেইলগুলো পাঠানো হয়।
এফবিআই আরো জানায়, হ্যাকারদের কার্যকলাপের বিষয়টি ধরে ফেলার পরপরই তা বন্ধ করে দেওয়া হয়।
ই-মেইলে সাইবার হুমকি নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান দ্য স্পামহাউস প্রজেক্ট এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর ৫টা এবং বেলা ৭টায় দুইবার ই-মেইল ক্যাম্পেইন হয়েছে।
তাদের ধারণা, এফবিআই-এর মেইল ব্যবহার করে প্রায় এক লাখ ই-মেইল পাঠিয়েছে হ্যাকাররা। তবে এটি আরো বৃহতাকারে হওয়ার শঙ্কা ছিল। যা পরে ঠেকানো গেছে।
সেই ই-মেলগুলো পাঠানোর পেছনে হ্যাকারদের কী উদ্দেশ্য থাকতে পারে, সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। কারণ, বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে।