করোনা ডেঞ্জার: গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং বেলজিয়াম
কলকাতা টাইমসঃ
আয়ারল্যান্ডে টিকা না নেওয়া ব্যক্তিরা বার বা নাইটক্লাবে যেতে পারবেন না। গ্রিসেও একই নির্দেশ জারি করা হয়েছে। নেদারল্যান্ড এবং বেলজিয়ামের ক্ষেত্রে একই রকম কড়াকড়ি থাকছে কর্মক্ষেত্রে।
জার্মানিতে করোনা সংক্রমণের প্রভাব বাড়তে থাকায় আপাতত বন্ধ রাখা হয়েছে ক্রিস্টমাস মার্কেট। বাভারিয়া রাজ্যে প্রতি দশ লাখ মানুষের মধ্যে এক হাজার করোনায় আক্রান্ত হচ্ছেন। সেখানে জারি করা হয়েছে লকডাউন।
জার্মানিজুড়ে এই মুহূর্তে গণপরিসরে চলাফেরা করতে পারেন কেবল টিকাপ্রাপ্ত এবং করোনা থেকে সদ্য সেরে ওঠা ব্যক্তিরা। বেশিরভাগ দোকান, রেস্তোরাঁ, সিনেমা হল, বার-পাব বা উৎসবে অংশ নিতে পারবেন না টিকা না নেওয়া ব্যক্তিরা।