মাঝ আকাশে আত্মহত্যা!
কলকাতা টাইমসঃ
মাঝ আকাশে আত্মহত্যা! পুলিশের সন্দেহ, এরোপ্লেনের বাথরুমে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। ওই যাত্রীর নাম আলেক্সান্ডার (৪৮)। মিশরের শার্ম এল-শেখ রিসোর্ট থেকে যাত্রা করা এস৭ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাশিয়ার সামারা শহরে যাচ্ছিলেন ওই যাত্রী।
ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পর তাকে প্লেনের বাথরুমে অচেতন অবস্থায় দেখতেপাওয়া যায়। বিমানটি কায়রোতে জরুরি অবতরণে বাধ্য হয়। পরবর্তীতে ওই একই বিমানে করে তার মৃতদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।