November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

উলট পুরাণ : কিম নিলেন খাদ্য, পরমাণু নয়

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্থানীয় সময় শনিবার দেওয়া ভাষণে ২০২২ সালের মূল লক্ষ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু অস্ত্র নয়; তার দেশের অর্থনৈতিক ও জীবনমান উন্নয়ন চান তিনি। ক্ষমতা গ্রহণের ১০ বছরে উপলক্ষে দেওয়া ভাষণে এ কথা বলেছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে কিম জং উনকে উদ্ধৃত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চলমান সমস্যা কাটাতে নতুন বছরে মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক উন্নয়ন হবে মূল লক্ষ্য।

অথচ কিম জং উন বেশিরভাগ সময় কথা বলতে গিয়ে এর আগে পরমাণু উন্নয়নের কথা বারবার বলেছেন। কিন্তু এবার তার মুখেই শোনা গেল ভিন্ন সুর।

অবশ্য করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকেই অভ্যন্তরণীভাবে লকডাউনে চলে যায় কিম প্রশাসন। কিন্তু সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়।

সেই সঙ্কট কাটিয়ে উঠতে নিজের পরিকল্পনার কথা জানালেন কিম জং উন। তিনি বলেছেন, জাতীয় উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে নজর দেওয়া হবে।

Related Posts

Leave a Reply