আগামী বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
কলকাতা টাইমসঃ
আগামী ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি। সেখানে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ রয়েছে দুই নম্বর গ্ৰুপে। সবচেয়ে কঠিন এক নম্বর গ্ৰুপে স্থান পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান।
এবার ‘প্রাথমিক পর্বের’ লড়াইয়ে খেলতে হবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী হয়েছে নামিবিয়া। ‘বি’ গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। এই চার দলের মধ্যে সুপার টুয়েলভ নিশ্চিত করবে মাত্র দুটি দল। বিশ্বকাপের গতবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অর্থাৎ ২২ তারিখ। অন্যদিকে ঠিক তার পরদিনই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।