রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বদলে দেবে পৃথিবীর মানচিত্র
কলকাতা টাইমসঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বদলে দেবে পৃথিবীর মানচিত্র। এমনটাই হুঙ্কার দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, রাশিয়া যেভাবে আগ্রাসন দেখাচ্ছে তার পরিণতি ভাল হবে না। ইউক্রেন দখলের চেষ্টা করলে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যাবে, ফলস্বরূপ বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে।
আমেরিকা জানিয়েছে, আট হাজার সেনাকে রাশিয়ার সীমান্তে মোতায়েন করে রাখা হয়েছে। প্রয়োজনে সেনার সংখ্যা বাড়ানো হবে। ন্যাটো বাহিনীও রুশ সীমান্তের কাছে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ইতিমধ্যেই নিজেদের সীমান্তে রাশিয়া অন্তত এক লক্ষ সেনা মোতায়েন করে রেখেছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। যে কোনও সময়ে মস্কো তাদের উপরে হামলা চালিয়ে গোটা ইউক্রেন দখল করে নেবে বলেও আশঙ্কাও করা হচ্ছে। গোটা বিষয় নিয়ে প্রথম থেকেই হুমকি দিয়ে রেখেছে আমেরিকা।