পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে প্রবল আতঙ্কে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

কলকাতা টাইমসঃ
পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে প্রবল আতঙ্কে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। প্রসঙ্গত ২৪ বছর পর আগামী মার্চে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। যদিও এখনো এই সফরের সবুজ সংকেত দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালের পর আর পাকিস্তান সফরে যায়নি অস্ট্রেলিয়া।
দলের ক্রিকেটাররা পাকিস্তান সফর নিয়ে আতঙ্কে ভুগছে বলে খবর। অস্ট্রেলিয়ার দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড নাম প্রকাশ না করে এক ক্রিকেটারের বক্তব্য প্রকাশ করেছে। তারা লিখেছে, ‘আমরা প্রত্যেকেই নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’ অজি নির্বাচক জর্জ বেইলি আজ বুধবার জানান, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। সেখানে কঠোর, শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা সফরকারী দল পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করছে।’