ইউক্রেন ইস্যুতে এবার আসরে নামলো চীন
কলকাতা টাইমসঃ
ইউক্রেন ইস্যুতে এবার আসরে নামলো চীন। পক্ষান্তরে রাশিয়ার পক্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিলো তারা। উত্তেজনাকর পরিস্থিতি থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে বেজিং। একইসঙ্গে তাদের দাবি মস্কো যে উদ্বেগ প্রকাশ করছে তাকে আন্তরিকভাবে বিবেচনা করতে হবে।
আজ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক টেলিফোন বৈঠকে একথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দুই মন্ত্রী স্বাভাবিক ভাবেই ইউক্রেন সীমান্তে রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর মধ্যে বেড়ে চলার উত্তেজনা নিয়ে কথা বলেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব পক্ষকেই দীর্ঘমেয়াদি ইউরোপীয় নিরাপত্তা কৌশল বের করতে হবে। তিনি আরও বলেন, রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অবশ্যই বিবেচনা করতে হবে।