২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখতে চলেছে অস্ট্রেলিয়া
কলকাতা টাইমসঃ
২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখতে চলেছে অস্ট্রেলিয়া। শুক্রবার অজি ক্রিকেট বোর্ডের তরফে আসন্ন পাকিস্তান সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে পা রাখবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের খেলোয়াড়রা। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া শেষবার ১৯৯৮ সালে মার্ক টেলরের নেতৃত্বে পাকিস্তান সফর করেছিল।
আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে দুই দলের লড়াই। ১২ মার্চ করাচিতে দ্বিতীয় টেস্ট ও ২১ মার্চ লাহোরে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ২৯ মার্চ প্রথম ওয়ানডে, ৩১ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২ এপ্রিল হবে তৃতীয় ওয়ানডে। এ সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ৫ এপ্রিল রাওয়ালপিন্ডিতেই একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।