January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

লতার প্রেমে পাগল ছিলেন এই অভিনেতা, পিছু  নিয়ে পৌঁছে যেতেন ষ্টুডিওতে  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সাখ্যাত স্বরস্তীর সঙ্গে তুলনা করা হত তাকে। এহেন লিজেন্ড সারা জীবন রয়ে গেলেন এক। জীবনে যে  প্রেম আসেনি তা নয়। কিন্তু তা বিয়ে পর্যন্ত পৌঁছায়নি। ডুঙ্গরগড়ের মহারাজার সঙ্গে তার প্রেমের কথা প্রায় সবাই জানে, কিন্তু জানেন কি বলিউডের এক বিখ্যাত অভিনেতাও তার প্রেমে পাগল ছিলেন। তিনি আর কেউ নন কিশোর কুমার।

Kishore Kumar: A Man Of Many Words, and Even More Wonders | Film Companion

তিনি প্রায়ই লতার পিছু নিতেন। পৌঁছে যেতেন ষ্টুডিওতে । যদিও প্রথম-প্রথম লতা জানতেন না তিনি কিশোর কুমার। পরে লতা কিশোরকে আপত্তি জানান। শোনা যায় এই কারণেই লতা কিশোরের সঙ্গে গান গায়িতেও অস্বীকার করেন। যদিও লতা জানান, কিশোর রেকর্ডিংয়ের সময় ভীষণ হাসতেন ফলে তার গানগায়িতে অসুবিধে হত।

Related Posts

Leave a Reply