ইউক্রেনের নৌ চলাচলের পথ বন্ধ করে দিলো রাশিয়া
কলকাতা টাইমসঃ
ইউক্রেনের নৌ চলাচলের পথ বন্ধ করে দিলো রাশিয়া। দুই দেশের মধ্যে চলতে থাকা পরিস্থিতির মধ্যে এই ঘটনা আগুনে ঘৃতাহুতির কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষ্ণসাগর এবং আজভ সাগরে আপাতত বন্ধ ইউক্রেনের নৌ বহরের চলাচল। প্রসঙ্গত, আগামী সপ্তাহে ওই দুই সাগরে নৌ মহড়া করতে চলেছে রাশিয়া।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা অভিযোগ করে বলেছেন, আজভ সাগর পুরোপুরি অবরুদ্ধ রাখা হয়েছে। কৃষ্ণসাগরও প্রায় পুরোপুরিভাবে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে রুশ বাহিনী। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রক জানাচ্ছে, নজিরবিহীনভাবে বিস্তীর্ণ এলাকাজুড়ে এই নৌ মহড়া চালানো হবে। আর তখন ওই দুই সাগরে নৌ চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়বে। সম্প্রতি প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে বেলারুশের দীর্ঘ সীমান্ত রয়েছে। অচিরেই এই এলাকার দখল নিতে পারে রুশ সেনাবাহিনী।