ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠালো আমেরিকা
কলকাতা টাইমসঃ
ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠালো আমেরিকা। গতকাল বৃহস্পতিবার রাতে কিয়েভে পৌঁছায় এই মার্কিন অস্ত্রশস্ত্র। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০ কোটি মার্কিন ডলারের মার্কিন সাহায্য স্বরূপ এগুলি পাঠানো হয়েছে।
জানা গেছে, ওয়াশিংটনের পাঠানো এই অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ১৫০ টন গ্রেনেড ও ভারী বিস্ফোরক। এর আগে, গতসপ্তাহে ইউক্রেনকে সাহায্য করতে ব্রিটেন, কানাডা, সুইজারল্যান্ড ও সুইডেনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই তাদের কাছ থেকে কয়েক দফা সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন।