যুদ্ধের আশংকা: আগামীকাল জাতীয় ছুটি ঘোষণা ইউক্রেনে
কলকাতা টাইমসঃ
আগামীকাল ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া এমন আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১৬ ফেব্রুয়ারি দিনটিকে ‘ঐক্য দিবস’ হিসেবে অভিহিত করে জাতীয় ছুটি ঘোষণা করেছেন। সম্ভাব্য রুশ হামলার বিরুদ্ধে বুধবার বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা ওড়াতে এবং জাতীয় সংগীত গাইতে ইউক্রেনবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
ইউক্রেন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে বলছেন, রাশিয়া অনেকদিন ধরে তার দেশকে হুমকি দিলেও যেকোনো মুহূর্তে মস্কোর হামলার আশঙ্কাকে বাড়িয়ে প্রকাশ করছে পশ্চিমি দেশগুলো। ইউক্রেন সীমান্তে ইতোমধ্যেই এক লাখ ৩০ হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। গোয়েন্দাদের দাবি, যেকোনও সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া।