লাইভ অনুষ্ঠানে রাশিয়াকে সমর্থন করায় নেতাকে ব্যাপক মারধর ইউক্রেনের সাংবাদিকের
কলকাতা টাইমসঃ
রাশিয়াকে সমর্থন করায় এক নেতাকে মারধর করলেন ইউক্রেনীয় সাংবাদিক। জানা যাচ্ছে ইউক্রেনের একটি লাইভ অনুষ্ঠানে পুতিনকে ক্রমাগত সমর্থন জানিয়ে আসছিলেন ইউক্রেনের রুশপন্থী দলের নেতা নেস্টর শুফ্রিচক। তার কথায় বেজায় খেপে গিয়ে একসময় ওই নেতার ওপর চড়াও হন ইউরি বুটুসভ নামে এক সাংবাদিক। এই ঘটনার একটি ভিডিও আপাতত ভাইরাল।
জানা যাচ্ছে, উপস্থাপকের প্রশ্নের জবাবে পুতিনকে ‘খুনি ও অপরাধী’ বলে মানতে রাজি হননি শুফ্রিচ। অনুষ্ঠানে উপস্থিত বাকি সদস্যরা তাকে রুশ এজেন্ট বলতেও ছাড়েননি। একসময় সাংবাদিক বুটুসভ তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ইউক্রেনা টিভির ‘ফ্রিডম অব স্পিচ’ নামের এই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সাভিক শুসতার। ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।