বিশ্বাস না হলেও ৮ বছর পর জুতোর দাম দিল !
৮ বছর পর ক্ষমা চেয়ে অবশেষে জুতার মালিকের কাছে চিঠি দিয়েছেন এক চোর। ওই চিঠিতে তিনি জুতার দামও ফেরত দিয়েছেন! চুরি করার ঘটনায় তিনি অনুতপ্ত হয়ে জুতার মালিকের কাছে চিঠি পাঠান।
সংবাদ মাধ্যমে জানা গেছে, ৮ বছর আগে জুতা চুরি করেছিলেন এক চোর। ৮ বছর পর তিনি অনুতপ্ত হয়ে জুতার মালিকের কাছে চিঠি পাঠান। চিঠিতে চোর ক্ষমা চাওয়ার পাশাপাশি জুতার দাম বাবদ ৫০০ সৌদি রিয়ালও ফেরত দেয় ।
সৌদির নাগরিক আবু আব্দুল রহমান রাতে তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গেলে সেখানে তার জুতা জোড়া চুরি হয়ে যায়।
জানা গেছে, স্থানীয় রীতি অনুযায়ী অনুষ্ঠানকালীন মজলিসেই খাবার পরিবেশন করা হয়। এসময় অতিথি এবং গৃহকর্তাসহ সবাইকে তাদের জুতা দরজার বাইরেই রাখতে হয়। আর সেখান থেকেই আবু আব্দুল রহমানের জুতো চুরি যায়।
তারপর এতে গেছে ৮ বছর। কিন্তু একদিন এক যুবক রহমানের অফিসে এসে একটি খাম দিয়ে যায়। সেটা খুলে সেখানে আমি একটি কম্পিউটারে টাইপ করা নোট দেখতে পাই।’ নোটে চোরটি লিখেছে, ‘সে আমার জুতা জোড়া চুরির ঘটনায় বেশ অনুতপ্ত। পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি আমার কাছে ক্ষমাও চেয়েছেন।’
তিনি জানান, চোরটি জুতার দাম বাবদ ৫০০ রিয়ালও দিয়েছে। প্রকৃতপক্ষে ওই জুতা জোড়ার দাম এর অর্ধেক। জুতা জোড়াটি কেনার পর ওই দিনই তিনি প্রথম ব্যবহার করেছিলেন।
জুতার মালিক আব্দুল রহমান বলেন, তিনি চোরকে কয়েক বছর আগেই ক্ষমা করে দেন । তারপর চোরের দেয়া অর্থগুলো একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেন।
উল্লেখ্য, ওই চোরও তার চিঠিতে উল্লেখ করেছে, জুতা জোড়া সে এক অভাবী ব্যক্তিকে দান করে দিয়েছেন।