রুশ সেনাদের ‘নরকে’ পাঠাতে এখানকার নামই মুছে ফেলছে ইউক্রেন
কলকাতা টাইমস :
রুশ সেনাদের বিভ্রান্ত করতে সড়কের নামফলক বা দিক-নির্দেশক চিহ্ন সরিয়ে দিচ্ছে ইউক্রেনের সড়ক কর্তৃপক্ষ। রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউক্রেনীয় প্রতিষ্ঠান ইউক্রাভটোডোর বলেছে, আক্রমণ চালাতে রুশ সামরিক বাহিনী যেন রাস্তা খুঁজে না পায় মূলত, এজন্য তারা শহরগুলোর রাস্তা থেকে সমস্ত চিহ্ন সরিয়ে ফেলছেন।
প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘শত্রুদের যোগাযোগ ব্যবস্থা দুর্বল, তারা ভূখণ্ডে নেভিগেট (দিক নির্ধারণ) করতে পারছে না। আসুন আমরা তাদের সরাসরি নরকে যেতে সাহায্য করি।’
লেখাটির সঙ্গে একটি স্ট্যান্ডার্ড রোড সাইনের সম্পাদিত ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কাছাকাছি শহরগুলোর দিক নির্দেশক চিহ্ন ও নামফলক অশ্লীল শব্দ লিখে মুছে ফেলা হয়েছে।
ইউক্রেনীয়দের সড়কে টায়ার কিংবা গাছ পুড়িয়ে, ব্যারিকেড দিয়ে, সম্ভাব্য সব উপায়ে শত্রুদের (রুশ বাহিনী) অবরুদ্ধ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।