অলিম্পিকের জন্য ইউক্রেন হামলা পিছিয়ে দেওয়ার অনুরোধ করে চীন : মেনে নেয় রাশিয়া
কলকাতা টাইমসঃ
বেইজিং উইন্টার অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত যেন ইউক্রেনে হামলা না করে মস্কো। জানা যাচ্ছে, চীনের এই অনুরোধ মেনেও নেয় রাশিয়া। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বাইডেন প্রশাসন ও পশ্চিমি দেশগুলো মারফত এই তথ্য নিউইয়র্ক টাইমস পায় বলে জানা যাচ্ছে।
রিপোর্টে দাবি করা হয়েছে, গোয়েন্দারা জানিয়েছেন, রাশিয়া যে ইউক্রেন আক্রমণ করবে, তা বেজিং জানতো। এই রিপোর্ট আমেরিকার শরিক দেশগুলোকেও দেওয়া হয়েছিল। প্রসঙ্গত গত ২০ ফেব্রুয়ারি শেষ হয় বেইজিং অলিম্পিক। আর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।