ইউক্রেন যুদ্ধে আসরে আমেরিকা: রোমানিয়ায় মার্কিন ট্যাংকের সারি !
কলকাতা টাইমসঃ
রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার আসরে নামলো আমেরিকা। তবে কী বিশ্বযুদ্ধের আশংকাই আরও ঘনীভূত হচ্ছে ক্রমশ। সূত্রের খবর, রোমানিয়া সীমান্তে অত্যাধুনিক ট্যাংক সহ বেশকিছু সমরাস্ত্র মজুত করা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বিশ্বের দুই শক্তিধর দেশ যদি নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তা যে বিশ্বযুদ্ধের আকার নেবে সেকথা বলাই বাহুল্য।
এদিকে, শুক্রবার জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভহেনিয়া ফিলিপেনকো বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের ভোট পুতিনকে বুঝিয়ে দিয়েছে বিশ্বের সবাই তার বিপক্ষে। তিনি আরও বলেন, ‘পরিষ্কার বার্তা, পুতিন আপনি বৈশ্বিকভাবেই একঘরে হয়ে পড়েছেন। গোটা পৃথিবী এখন আপনার বিপক্ষে।’