তিউনিশিয়ায় ১৮০ জন শরণার্থী নিয়ে ভয়াবহ নৌকাডুবি ! মৃত ৪০, নিখোঁজ বহু
নিউজ ডেস্কঃ
তিউনিশিয়া উপকূলে শরণার্থীদের একটি নৌকা ডুবে অন্তত ৪০ জন মারা গিয়েছেন বলে খবর। তবে বেশ কয়েকজন শরণার্থীকে তীরে ফিরিয়ে আনতে পেরেছেন উপকূলরক্ষী বাহিনী। তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী সামরিক বিমানের সাহায্যে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে।’
আন্তর্জাতিক অভিবাসন সংগঠন জানিয়েছে, ডুবে যাওয়া নৌকা থেকে প্রায় ৭০ জন শরণার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। বেঁচে ফেরা এক শরণার্থী জানিয়েছেন, ৯ মিটার লম্বা একটি নৌকাতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। তীরের কাছাকাছি পৌঁছানোর পরে আচমকা নৌকার খোলে ফুটো দেখা দেয় এবং হু হু করে জল ঢুকতে শুরু করে।
আর এক শরণার্থীর দাবি, নৌকা ডুবতে শুরু করলে উপকূলরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তারি এড়াতে নৌকা ছেড়ে পালিয়ে যান মাঝি। প্রায় ৯ ঘণ্টা কাঠের পাটাতন আঁকড়ে জলে ভেসে থাকার পরে কিছু শরণার্থীকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী।