January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

পাকিস্তানকে হেলায় হারালো মিতালি রাজরা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পাকিস্তানকে হেলায় হারালো মিতালি রাজরা। ১০৭ রানের লজ্জাজনক হারের সম্মুখীন হয় পাক মহিলা ব্রিগেড। আজ রবিবার নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতের দেওয়া ২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১৩৭ রানে। টসে জিতে ব্যাট করতে নামা ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান তোলে।

এরপর সপ্তম উইকেটে ১২২ রানের জুটি গড়েন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার। পূজা ৬৭ রানে সাজঘরে ফিরলেও স্নেহ অপরাজিত থাকেন ৫৩ রানে। ৪০ রান করেছেন দীপ্তি শর্মা। স্মৃতি মন্দানার ব্যাট থেকে এসেছে ৫২ রান।জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে সিদরা আমিন ৩০, দিয়ানা বেগ ২৪ ও ফাতিমা সানা ১৭ রান করেন। ভারতের হয়ে ৪টি উইকেট নেন রাজেশ্বরী গাইকওয়াদ। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন জুলান গোস্বামী ও স্নেহ রানা। পূজা বস্ত্রকারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

Related Posts

Leave a Reply