ইসরায়েল লক্ষ্য করে এবার পাল্টা রকেট হামলা চালালো প্যালিস্তিনীরা
নিউজ ডেস্কঃ
প্যালিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি স্নাইপারের গুলিতে এক নার্সের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ওই এলাকায়। শনিবার সন্ধ্যায় গাজা উপত্যকায় দুটি মিসাইল নিক্ষেপ করে ইসরায়েল। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনার প্রতিবাদে এবার প্যালিস্তিনিরা ইসরায়েলের দিকে দুটি রকেট হামলা চালায়। একটি রকেট ইসরায়েল আকাশে ধ্বংস করতে পারলেও অপরটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলি সেনারা রকেট হামলার খবর আগেই জানতে পারায় ওই এলাকা থেকে তারা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দেয়। তাদেরকে সেনাবাহিনীর বাঙ্কারে লুকিয়ে ফেলা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। ইসরায়েলি টিভি চ্যানেল ১০ এর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েলি এলাকায় সম্ভাব্য রকেট হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে ইহুদি বসতিদের সেনা বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে।