ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো নিয়ে জরুরি বৈঠকে ন্যাটো: হুঁশিয়ারি রাশিয়ার
কলকাতা টাইমসঃ
ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে বসছে ন্যাটো। এই বিষয়ে ন্যাটোকে চরম হুমকি দিতেও ছাড়েনি রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটা অত্যন্ত বেপরোয়া এবং বিপজ্জনক সিদ্ধান্ত হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া এবং ন্যাটো বাহিনীর সংঘর্ষ বাধলে তা থামানো কঠিন হবে।
পোল্যান্ড গত শুক্রবার জানিয়েছে, আশন্য ন্যাটো সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষার জন্য একটি প্রস্তাব তারা পেশকরা হবে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল ব্রাসেলসে জরুরি ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপে যাচ্ছেন।