ইরান ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইউরোপ !
নিউজ ডেস্কঃ
২০১৫ সালে ইরানের সঙ্গে সই হওয়া আন্তর্জাতিক পরমাণু সমঝোতা চুক্তি মেনে চলতে ইউরোপিয়ান ইউনিয়ন জোট ও চীন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। সেই চুক্তি থেকে সরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে দীর্ঘদিনের মিত্র ইউরোপের দেশগুলোর মুখোমুখি অবস্থান করছে আমেরিকা। উভয়ের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরুরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ইর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি। সেখানে তিনি বলেছেন, তাঁরা কোনো দেশের সঙ্গেই বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু নিজেদের স্বার্থে আঘাত লাগলে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেও ইউরোপ প্রস্তুত। তিনি বলেন, প্রকৃতপক্ষে আমরা এই পরমাণু সমঝোতা এগিয়ে নিয়ে যেতে একশ ভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এই ক্ষেত্রে স্বাক্ষরকারী দেশ হিসেবে আমি রাশিয়াকেও যুক্ত করতে চাই। এছাড়া আন্তর্জাতিকভাবে যেসমস্ত দেশ এই সমঝোতা মেনে চলতে চায় ও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায় তারাও এর মধ্যে রয়েছে।